স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপাড়া থেকে চরপাড়া সড়কে মোটর সাইকেলের ধাক্কায় মুনজিলা বেগম (৩৮) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উত্তর বয়ড়া গ্রামের সাহিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানিয়েছে, আজ রবিবার ১১ টার দিকে ওই নারী বাড়ির সামনে রাস্তার পেরুনোর সময় দ্রুতগতির একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। এসময় স্থানীয়রা মোটর সাইকেলসহ এর চালককে আটক করে পুলিশে দিয়েছে।
সোনাতলা থানার ওসি মিলাদুন নবী সড়ক দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply