আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় বন্যার কারণে ৮টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসায় পাঠদান বন্ধ রয়েছে।
বন্ধ প্রতিষ্ঠানগুলো হলো- বালিয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়, দাউদেরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভিকনেরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সরলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, খাবুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বালুয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুশারপাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেকানী চুকাইনগর পিএম দাখিল মাদ্রাসা।
সরেজমিনে উপজেলার পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান সড়কটি একদম পানিতে নিমজ্জিত। এছাড়াও বিদ্যালয়ের মাঠে প্রায় কোমড় পর্যন্ত পানি। এতে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।
বালুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয় মাঠে পানি না উঠলেও বিদ্যালয়ের চারপাশে পানি উঠেছে। এতে করে ওই বিদ্যালয়ের পাঠদানও বন্ধ রয়েছে বলে জানান সেখানকার প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।
বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও পানিতে প্লাবিত হয়েছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন, 'বিদ্যালয়ের টিনের ঘরটি ডুবে গেছে। আর বিল্ডিং এর নিচতলা পানিতে নিমজ্জিত। বিদ্যালয়ের বিভিন্ন জিনিসপাতি হাই ব্রেঞ্চের উপর রেখেছি। আরও পানি বাড়লে সেগুলোও ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে পাঠদান বন্ধ রয়েছে। এ বিষয়ে আমি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি'।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রশীদ জানান, 'বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় এবং বিদ্যালয় পানিতে নিমজ্জিত হওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত ৮টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। বাকিগুলোতে এখনও পাঠদান চলছে। পানি কমার সাথে সাথেই ওগুলোতেও দ্রুত পাঠদান শুরু করা হবে'।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজমুল শেখ বলেন, 'মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এখনও তেমন সমস্যা দেখা দেয়নি। তবে পানিতে নিমজ্জিত হওয়ায় তেকানী চুকাইনগরের পিএম দাখিল মাদ্রাসার পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে'।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com