1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা গাবতলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সোনাতলায় যাতায়াতের রাস্তা নিয়ে দ্বন্দ্বে জোরপূর্বক গাছপালা কর্তন, থানায় অভিযোগ

  • রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৪৫০

আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় বসতবাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্বের জেরে জোরপূর্বক গাছপালা কর্তনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ১৮ আগস্ট(রবিবার) সকালে সোনাতলা পৌর এলাকার চমরগাছা গ্রামে। এ ঘটনায় ওই গ্রামের মৃত সোলায়মান আলী বাচ্চু শেখের ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষ পরিবারের আবুল কালাম শেখ ও তার ছেলে আশিক শেখসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সুত্রে ও সরেজমিনে জানা যায়, সোনাতলা পৌর এলাকার চমরগাছা গ্রামে পাকারাস্তা থেকে বাড়িতে যাতায়াত করার রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে শহিদুল ইসলাম ও আবুল কালাম শেখের পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে গত ১৪ আগস্ট বুধবার শহিদুল ও কালামের মধ্য কথা কাটাকাটি শুরু হলে কালাম ও তার ছেলে আশিক রাগান্বিত হয়ে শহিদুলের কয়েকটি গাছ কর্তন করে। এরপর ১৮ আগস্ট সকালে ১৫/২০ জনের মতো বহিরাগত লোকজন সাথে নিয়ে কালাম ও তার ছেলে আবারও ছোটবড় কয়েকটি গাছ কর্তন করেন। এ নিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে চরম রেসারেসি চলছে। যে কোনো মুহুর্তে বড় ধরনের অপ্রতিকর ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে এলাকাবাসীরা বলেন,পাকারাস্তা থেকে ওই দুই পরিবারের বসতবাড়িতে যাতায়াতে রাস্তার জমির বিষয়টি মিমাংসার লক্ষে আমাদের এলাকার পৌর কমিশনারসহ একাধিকবার বৈঠক করা হয়েছে। বৈঠকে দুই পরিবারকে ৩ফুট করে জমি রাস্তার জন্য দিতে বলা হয়। শহিদুলের পরিবার বিষয়টি মেনে নিলেও অপর পরিবার মেনে না নেয়ায় বৈঠকে মিমাংসা করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে শহিদুল ইসলাম জানান,আমাদের পরিবারের পক্ষথেকে রাস্তার জন্য জমি দিতে প্রস্তত।কিন্তু আমার প্রতিপক্ষরা রাস্তার জমি দিতে অস্বীকার করে জোরপূর্বক শুধু আমাদের জমির উপর দিয়ে রাস্তা করতে চায়। এ বিষয়ে কথা বলতে গেলে কালাম ও তার ছেলে আশিকসহ বহিরাগত ১৫/২০ জন লোক নিয়ে আমার গাছপালা কর্তন করেছে।

এ ব্যাপারে আবুল কালামের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে তার ছেলে আশিক বলেন,প্রথমে রাস্তার জন্য দুইটা গাছ আমরা কেটেছি। এরপর শত্রতা করে আমাদেরও বাড়িতে আগুন দেয়ার চেষ্টা করা হয়েছে এবং একটি খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এরপর আমাদেরসহ তাদেরও গাছ কর্তন করা হয়েছে।

এ ব্যাপারে ওই এলাকার পৌর কাউন্সিলর তাজুল মন্ডলের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
থানায় একপক্ষের অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে ওসি বাবু কুমার সাহা জানান,তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট