সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা পাকুল্লা ইউনিয়ন যুবদল নেতা রাশেদ হত্যা মামলায় ইউনিয়ন বিএনপি নেতা এমএ হান্নান বাটালুসহ ৪জন আসামীকে ২দিনের রিমান্ডে এনেছে পুলিশ।
এর আগে গত ৩০ এপ্রিল ওই ৪জন আসামী বগুড়া আদালতে জামিন নিতে গেলে আদালত তাদের জামিন না মুন্জুর করেন এবং প্রত্যেককে ২দিনের রিমান্ড মুঞ্জুর করেন।
রিমান্ডে আসা আসামীরা হলেন, ইউনিয়ন বিএনপি নেতা এমএ হান্নান বাটালু (৫৫), আব্দুর রহমান (৩৫), রবিউল ইসলাম রতন (৪৩) ও নুর মুক্তাদী রুনু (২৮)।
বিষয়টি সোনাতলা সংবাদকে নিশ্চিত করেছেন মামলার তদন্ত্র কর্মকর্তা ও সোনাতলা থানার এসআই (সাব ইন্সপেক্টর) শামীম রেজা।
উল্লেখ্য, সোনাতলার পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে মারপিটের ঘটনায় গত ১৪ ফেব্রুয়ারি যুবদল নেতা রাশেদ এর মৃত্যু হয়। এ ঘটনায় রাশেদের মা ওজেনা বেগম বাদী হয়ে ২০জনের নাম উল্লেখসহ ২০/২৫ জনকে অজ্ঞাত রেখে স্থানীয় থানায় হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply