1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাবতলীর মহিষাবানে ফুটবল খেলায় ফতেহ আলী বাজার মৎস্য সমিতিকে হারিয়ে কলোনী বাজার বিজয়ী বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্টে সাবেক এমপি লালু সোনাতলার বালুয়া ইউনিয়নের ভিডাব্লিউবি কর্মসূচীর চাল বিতরণ বগুড়া-১ আসনে নতুন তালিকায় খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার

সোনাতলায় যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন মামলায় একজনসহ অন্য মামলায় আরও ১জন গ্রেফতার

  • মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৪

আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা মিলনের পাড়া গ্রামে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতন মামলায় ১জনকে আটক করেছে থানা পুলিশ। সে ওই এলাকার হাফিজার সরকারের ছেলে বাটু সরকার (২৮)। এছাড়া অন্য একটি মামলায় সিহাব মিয়া (২৬) নামের আরও একজন গ্রেফতার হয়েছে। সে সোনাতলা পৌর এলাকার চমরগাছা গ্রামের রেজাউল করিমের ছেলে।গতকাল ১৮ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য নয় বছর আগে উপজেলার পাকুল্লা ইউনিয়নে মিলনের পাড়া গ্রামের আব্দুল বারী শেখের ছেলে আপেল শেখের সঙ্গে একই উপজেলার মধুপুর ইউনিয়নের বেড়াডাঙ্গা হাসরাজ গ্রামের মৃত টুকু বেপারীর মেয়ে আফরুজা খাতুনের পারিবারিক ভাবে বিয়ে হয়। এরপর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা তাকে মায়ের বাড়ি থেকে যৌতুক হিসেবে বিভিন্ন সময় টাকা পয়সাসহ বিভিন্ন জিনিসপত্র আনার জন্য চাপ দিচ্ছিলেন। ওই গৃহবধূ মায়ের কাছ থেকে কয়েক দফায় টাকা ও জিনিসপত্র এনে দিয়েছেন কিন্তু পরে আবার নির্যাতন শুরু হয়। এভাবেই শ্বশুর বাড়িতে প্রায় ছয় বছর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন তিনি। তাদের সংসারে তিন বছর বয়সি এক কন্যা সন্তান রয়েছে।
এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় স্বামীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যান। স্বামী-স্ত্রীর মিলে যা রোজগার করেছে তা পুরাটাই শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয় স্বামী। খাবারের টাকার জন্য তার মায়ের কাছে ধরনা ধরতে হয় মেয়ে আফরুজাকে।
গত তিন মাস আগে ঢাকা থেকে বাড়িতে আসার পর আবারো শুরু হয় নির্যাতন। বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আফরুজা। থানায় বসে উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে মিমাংসা করে আবারও শ্বশুর বাড়িতে যায় আফরুজা। যাওয়ার পর থেকে পালসার মোটরসাইকেল, স্মার্টফোন ৫০ হাজার টাকা দাবি আদায়ে গৃহবন্দি অবস্থায় শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে।
সবশেষ ১৬সেপ্টেম্বর শনিবার রাতে স্ত্রীর কাছে সাদা কাগজে স্বাক্ষর নিতে আপেল ও তার পরিবারের সবাই মিলে শারীরিক নির্যাতন শুরু করেন। এমন খবর পেয়ে বোনকে উদ্ধারের জন্য ভুক্তভোগীর ভাই আশিকুল ৯৯৯ লাইনে ফোন করে ওই রাতেই পুলিশের সহযোগিতায় তার বোনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। বর্তমানে ওই গৃহবধূ সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এঘটনায় ভুক্তভোগী আফরোজা খাতুনের ভাই আশিক ৪জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, মামলা রুজু হয়েছে একজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট