আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় ২৫০ বোতল ফেন্সিডিলসহ ৩ জন গ্রেফতার করেছে যৌথবাহিনী। ৮ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুর থেকে বগুড়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে ৩ ব্যক্তি ফেন্সিডিল নিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে র্যাব ও পুলিশ চেকপোস্ট বসিয়ে ২৫০ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ ভরারা গ্রামের কোবাত আলীর ছেলে রওশন তারেক (৩৩), একই জেলার কিশোরগঞ্জ উপজেলার গারাগ্রামের ওয়িজুল হোসেনের দুই ছেলে মোঃ ফারুক হোসেন (৪০) ও মোঃ সুমন সরকার (৩৭)।
জানা যায়, দিনাজপুর থেকে বগুড়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে ৩ ব্যক্তি ফেন্সিডিল নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সদর দপ্তরের ইন্ট উইং এর সহায়তায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের কাবিলপুর উত্তরপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আমজাদ আলীর বসত বাড়ির সামনে কাবিলপুর টু নাপিতপাড়াগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে ৩জনকে আটক করে। এসময় তাদের ব্যবহৃত মোটর সাইকেল থেকে ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। মোটরসাইকেলসহ ৩টি মোবাইল ও ৩টি সীম জব্দ করা হয়।
এবিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনাদুননবী বলেন, ২৫০ বোতল ফেনসিডিল সহ ৩জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পর আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com