আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় পৌর এলাকায় রাতের আঁধারে নব নির্মিত বাউন্ডারী ওয়াল ভাংচুর ঘটনাস্থল মেয়র পরিদর্শন পর রাতে আবারও ওয়াল ভাংচুরসহ গাছের আগাছা ভেঙ্গে ফেলেছে কে বা কাহারা। ২ সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছে পৌর এলাকার হাসপাতালের পিছনে রাস্তা সংলগ্ন।
এ ঘটনায় জমির মালিক মোস্তাফিজার রহমান বাদী হয়ে ২ সেপ্টেম্বর থানায় জিডি করেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মোস্তাফিজার রহমান আগুনিয়াতাইড় (দক্ষিণ) গ্রামের আব্দুল করিম সরকার ছেলে। ভুক্তভোগী মোস্তাফিজার রহমান জানান, কয়েক বছর আগে বাড়ি করার উদ্দেশ্যে জমিটি ক্রয় করি । গত ৩০ আগষ্ট থেকে জমির চারপাশে প্রাচীর নির্মাণ করে ভিতরে গাছের চারা রোপণ করি। গত ১ সেপ্টেম্বর দিবাগত রাতে কে বা কাহারা পূর্ব ধারে কিছু অংশ ওয়াল ভাংচুর করে। ২ সেপ্টেম্বর বিষয়টি পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুকে অবগত করি। মেয়র তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আইনী সহায়তা নিতে উপদেশ দেন। ২ সেপ্টেম্বর ভাংচুরকৃত ওয়াল পুনরায় মেরামত করি। ওই দিন রাতে আবারও ওয়াল ভাংচুরসহ গাছের চারাগুলো আগাছা ভেঙ্গে ফেলে। তিনি আবেগে আপ্লুত হয়ে বলেন আমি বাহিরে চাকুরী করি। তবে কিভাবে আমি এখানে বাড়ি করে থাকবো, আমার ওনেক টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু বলেন, ঘটনাটি মৌখিকভাবে আমাকে অবগত করেছেন। তাৎক্ষণিক ভাবে আমি নিজেই ঘটনা স্থল পরিদর্শন করি। ঘটনাটি খুবই নিন্দনীয় এর আগে পৌর এলাকায় এ ধরনের কোন ঘটনা ঘটেনি।
এঘটনায় থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি যারা ঘটিয়েছে তাদেরকে খুঁজে বের করতে চেষ্টা অব্যাহত রয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com