1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনাতলার বালুয়া ইউনিয়নের ভিডাব্লিউবি কর্মসূচীর চাল বিতরণ বগুড়া-১ আসনে নতুন তালিকায় খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন

সোনাতলায় রেল স্টেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান অ্যাড. লীটন

  • শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২৭৯

আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় রেল স্টেশনে উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জান লীটন।
১৬ মার্চ শনিবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় করেন।
মতবিনিময় কালে সাংবাদিক বলেন, প্রয়াত এমপি আব্দুল মান্নান এ রেলষ্টেশনে প্রত্যকটা আন্তঃনগর ট্রেনের ষ্টপেজ করে দিয়েছেন। বর্তমান বগুড়া -১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান ইতিমধ্যে আধুনিক মানের প্লাটফর্ম, ওয়েটিং রুম, ফুট ওভারব্রিজ যে কাজগুলো চলমান রয়েছে। বর্তমানে গত ১২ মার্চ থেকে বুড়িমারী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে। যা তৎকালীন মাননীয় রেলমন্ত্রী সুজনের সাথে আমাদের এমপি মহোদয়ের সাথে কথা হয়েছিলো এবং ষ্টপেজ তালিকায় নাম দেওয়া ছিলো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রেলমন্ত্রী নতুন হওয়ায় তিনি বিভিন্ন ষ্টেশনে ষ্টপেজ না রেখে ট্রেনটি চালু করছেন।
বর্তমানে সোনাতলা রেলষ্টেশনে কি কি উন্নয়ন মূলক কাজ করতে হবে বলে সাংবাদিকদের বলেন। এসময় সাংবাদিকরা ৬টি উন্নয়ন মূলক কাজের প্রয়োজনের কথা তুলে ধরেন। ১, বুড়িমারী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের স্টপেজ, ২. রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস ও দোলনচাঁপা ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি। ৩. যেহেতু ষ্টেশন সকল আন্তঃনগর ষ্টপেজ রয়েছে নানা ধরনের মোবাইল চুরির ঘটনা ঘটেছে সেক্ষেত্রে রেলওয়ে একটি ফাঁড়ি থানার কথা বলেন। ৪. ষ্টেশনটি সিসিটিভি ক্যামেরা আওতায় আনার কথাও বলেন। ৫. অনলাইন টিকেটের ব্যবস্থা চালু করন। ৬ . সর্বশেষ বোনার পাড়া থেকে সান্তাহার গামী কলেজ ট্রেনটি এ এলাকায় গুরুত্বপূর্ণ ট্রেন অল্প কয়েকটি বগি নিয়ে চলাচল করে। এতে করে এ উপজেলার নিম্ন আয়ের মানুষসহ বিভিন্ন পেশার মানুষ অতিকষ্টে শহরে কর্মসংস্থানে যাতায়াত করতে হয়। এই ট্রেনের বগি বৃদ্ধি করার কথাও তুলে ধরেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশারফ হোসেন মজনু,সাবেক সভাপতি ও কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, গনমাধ্যম কর্মী মানবকণ্ঠ উপজেলা প্রতিনিধি সাজেদুর আবেদীন শান্ত এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহনেওয়াজ তালুকদার বাবু, আওয়ামী লীগ নেতা অসীম কুমার জৈন নতুন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট