স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় রোগাক্রান্ত(মৃতপ্রায়) গরু জবাই করে মাংশ বিক্রির উদ্দেশে প্রস্তুত করার অপরাধে ভ্রাম্যমানে
দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার সোনাতলা পৌর এলাকার আগুনিয়াতাইর কলাগাছীপাড়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক।
জানা গেছে, পৌর এলাকার আগুনিয়াতাই কলাগাছী পাড়ায় বুধবার রাত ১১টার দিকে কসাই পিন্টু মিয়া(৪০) তার সহযোগি সিএনজি চালক শিহাব হোসেন(২৫)কে সাথে নিয়ে একটি রোগাক্রান্ত গরু জবাই করে। বাজারে বিক্রির উদ্দেশে ওই গরুর দুর্গন্ধযুক্ত মাংশ প্রস্তুত করাকালে এলাকাবাসীর সন্দেহ হলে প্রশাসনকে সংবাদ দেয়।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক থানা পুলিশ ও ভেটেরিনারি সার্জনসহ ঘটনাস্থলে গিয়ে দুর্গন্ধযুক্ত মাংস সহ ওই দুইজনকে হাতেনাতে ধরে ফেলে। পরে উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে ২৫ (পঁচিশ) হাজার টাকা জরিমানা ও ১০ (দশ) দিনের কারাদণ্ড এবং অনাদায়ে ০৩ (তিন) মাসের কারাদণ্ড প্রদান করেন এবং মাংসগুলো জব্দ করে মাটির নিচে পুতে ফেলেন।
অভিযুক্ত পিন্টু কসাইয়ের আদি বাড়ি গাবতলী উপজেলার উজগ্রামে(বর্তমানে বসবাস আগুনিয়াতাইর কলাগাছী পাড়ায়)। সে ওই গ্রামের বাবলু মোল্লার ছেলে এবং শিহাব হোসেন আগুনিয়াতাইর কলাগাছী পাড়ার মতিয়ার রহমানের ছেলে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক সোনাতলা সংবাদকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com