স্টাফ রিপোর্টারঃ “মাটি বাঁচান, কৃষি বাঁচান, দেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে লুমিনাস গ্রুপের উদ্যোগে বগুড়ার সোনাতলায় ডিলার পয়েন্টে আয়োজিত ১ দিনের কৃষি বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ বৃহস্পতিবার সোনাতলা প্রাণী সম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারী হাসপাতাল সংলগ্ন ডিলার পয়েন্টে আয়োজিত দিনব্যাপী কর্মশালা কৃষি বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সেমিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় কৃষকদের মাঝে লুমিনাস সম্পর্কে আলোচনা করেন, লুমিনাস গ্রুপের ডাইরেক্টর সামসুল তাবরীজ।
দিনব্যাপী কর্মশালায় কৃষকদের নিয়ে কৃষি সেমিনারে তিনি বলেন, লুমিনাস গ্রুপের মিরাক্কেল গ্রোথ কৃষিপণ্য সরবরাহের মাধ্যমে দেশবাসী কৃষকদের নিয়ে সেমিনার করে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি ও নিরাপদ ফসল উৎপাদনে কার্যকরী ভূমিকা রাখবে বলে অঙ্গীকারবদ্ধ মিরাক্কেল এগ্রো অ্যান্ড কসমেটিক্স লিমিটেড।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লুমিনাস গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর জাফর ইকবাল ও সানোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, লুমিনাস গ্রুপের ডাঃ সনি আক্তার, লুমিনাস এর সদস্য নজরুল ইসলাম সাবু, অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ওসমান গনি, সামিউল ইসলাম শাকিল, রতন, সিরাজুল, মুন, পলাশ, রানা, সঞ্জয়সহ বগুড়া, জয়পুরহাট, গোবিন্দগঞ্জ থেকে আসা বিভিন্ন ডিলার পয়েন্টের ইনচার্জ বৃন্দ।
Leave a Reply