সোনাতলা সংবাদ ডেক্সঃ বগুড়া সোনাতলায় শান্তি ফাউন্ডেশনের উদ্যোগে মেধা শিক্ষা বৃত্তি ৩য়,৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে প্রদান করা হয়েছে।
১৭ জানুয়ারী মঙ্গলবার দুপুরে পৌর এলাকার বোচারপুকুরস্থ কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধানুযায়ী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
শান্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাঘাটা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম সাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ও বৃত্তি প্রদান করেন ইসলামী ব্যাংক সোনাতলা শাখার ম্যানেজার মতিউর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোনাতলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মিনাজুল ইসলাম, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা বেগম। আবুল কালাম আজাদ লায়নের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইমদাদুল, তাজুল সহ অভিভাবক ও শিক্ষার্থীরা।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com