আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় শারদীয় দুর্গা পূজার সরকারি বরাদ্দসহ এমপি সাহাদারা মান্নান এর নিজস্ব তহবিল হতে আর্থিক অনুদান প্রদান উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও আর্থিক অনুদান প্রদান করেন বগুড়া -১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেড, থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সোনাতলা শাখার সভাপতি ও মধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, সাধারণ সম্পাদক শ্রী নিরঞ্জন চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়শা সিদ্দিকী প্রমূখ।
এসময় সমাবেশে উপজেলার ৫০ টি দুর্গা মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক সহ পৌর ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে, প্রতিটি পূজা মন্দির সিসি ক্যামেরার আওতায় থাকবে, জেনারেটরের ব্যবস্থা ,এ উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে।
স্ব স্ব পুজা মন্দির স্বেচ্ছাসেবক কমিটির সদস্যদের একটি করে লিফলেট ও টি-সার্ট প্রদান করা হয়।
Leave a Reply