স্টাফ রিপের্টারঃ বগুড়ার সোনাতলায় এবার ৫০টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা । এ উপলক্ষে প্রতিটি মন্দিরে বসানো হয়েছে সিসি ক্যামেরা । থাকবে মন্দির গুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। এদিকে শিল্পীর রংতুলির আঁচড়ে সেজেসে দেবীদুর্গা।হিন্দু ধর্মালম্বীদের অন্যতম উৎসব শারদীয়া দুর্গোৎসব। ফলে মন্দিরগুলোতে পুজার আয়োজন শেষ পর্যায়ে। আজ শুক্রবার মহাষষ্ঠী পুজার মধ্যে দিয়ে আগমন ঘটবে দেবী দুর্গার। শারদীয় দুর্গোৎসবের ইতি ঘটবে মঙ্গলবার বিজয়া দশমীর ও বিসর্জনের মধ্য দিয়ে। তবে প্রথমবারের মতো উপজেলার প্রতিটি পুজা মন্ডবে মন্ডবে বসানো হয়েছে সিসি ক্যামেরা সেই সাথে কঠোর নজরদারিতে রেখেছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। সোনাতলা সদরের রাম নারায়ণ বিহানী সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিতাই লাল সাহা বলেন,পুজার সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে সেই সাথে আলোকসজ্জায় সাজানো হয়েছে মন্দির। আশা করছি কাল থেকে দর্শনার্থীরা আসবেন প্রতিমা দর্শনে। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিম কুমার জৈন নতুন ও সাধারণ সম্পাদক নিরাঞ্জন চন্দ্র রায় বলেন, এবার আমাদের সোনাতলায় ৫০টি মন্দিরে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। তবে মন্দির ও দর্শনার্থীদের নিরাপত্তায় প্রসাশনের নজরদারি গত বছরের চেয়ে এবার ব্যপক বৃদ্ধি আমরা লক্ষ করছি।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) সৈকত হাসান সোনাতলা সংবাদকে বলেন, এই প্রথমবার জেলার সোনাতলায় শতভাগ দুর্গাপুজা মন্দিরগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এবারের দুর্গাপুজার মন্দিরগুলো সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। তবে তিনি আরো বলেন প্রতিটি দুর্গাপুজা মন্দির নিরাপত্তার চাদঁরে ঢেকে রাখা হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com