সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়া সোনাতলা উপজেলায় পাঁচ মাসের কোলের শিশু আবদুল্লাহ আল হুমাইফা নামের পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেছেন এক ছাত্রী। ওই ছাত্রীর নাম সৈয়দা উম্মে হাবিবা। তিনি বালুয়া ইউনিয়নের দাউদপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী। তিনি সরকারী সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিক্ষায় অংশগ্রহণ করছেন। ওই ছাত্রীর নানীর কাছে শিশু সন্তানকে রেখে তিনি পরীক্ষায় অংশ নেন।
এদিকে উপজেলায় ৭টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছরে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এসএসসি)ও সমমান পরীক্ষায় আজ বৃহস্পতিবার বাংলা ১মপত্র অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে পরিক্ষা। এবার সরকারি সোনাতলা মডেল উচ্ছ বিদ্যালয় এ্যন্ড কলেজ, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সোনাতলা ফাজিল ডিগ্ৰী মাদ্রাসা, বয়ড়া কারিগড়ি উচ্চ বিদ্যালয়, ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, সুখানপুকুর উচ্চ বিদ্যালয় ও মহিচরন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে সোনাতলা পাইলট বালিকা বিদ্যালয়ে বাংলা ১ম পত্র পরিক্ষায় ১জন ছাত্র ও ৩জন ছাত্রী এবং সরকারী সোনাতলা উচ্চ বিদ্যালয়ে ৪জন ছাত্র ও ২জন ছাত্রী অনুপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা একাডেমীক সুপারভাইজার সেতারা রওশন জাহান জানান, এবার এসএসসি পরিক্ষা সুষ্ঠভাবে চলছে।
উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা বলেন,পরিক্ষা সুষ্ঠভাবে চলছে। তবে কোনও পরীক্ষার্থী বহিস্কার হয়নি।
Leave a Reply