বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন অষ্ঠিত হয়েছে।
২৮ মে রবিবার সকাল ১০টায় উপজেলা বঙ্গবন্ধু মিলেনিয়াম হল রুমে এ উদযাপন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জান লিটন। উপজেলা মহিলা অধিদপ্তর কর্মকর্তা মাইনুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আকতার, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী মাহবুবুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা পরিসংখ্যান অফিসার সাফিউল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তাহের প্রমুখ।
এর পর একই হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ব্যাপক প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com