আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় সারিয়াকান্দি ক্রীড়া সংস্থা ও গাবতলী ক্রীড়া সংস্থা এ দুইটি দল অংশগ্রহণ করে। ১৬ জুলাই রোববার বিকেলে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন।
এসময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম মুন্টু, সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি সাঈদা পারভীন, গাবতলী উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, সারিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, গাবতলী উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, সোনাতলা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কুরশিয়া আক্তার, সারিয়াকান্দি পৌর মেয়র মতিয়ার রহমান মতি, থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ, সোনাতলা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তাহের, সহ সভাপতি আব্দুল জলিল মোল্লা, উপজেলা ক্রীড়া সংস্থার সাংগঠনিক সম্পাদক ও সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুণ আনোয়ার কাজল, সোনাতলা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মাহমুদুর রসিদ সোহেল, ফিদা হাসান খান টিটো, শাহনাজ তালুকদার বাবু প্রমুখ। ৮০ মিনিটের খেলায় গাবতলী ক্রীড়া সংস্থা ১ ও সারিয়াকান্দি ক্রীড়া সংস্থা ১ সমপরিমাণ পয়েন্ট লাভ করেন। খেলায় নারী পুরুষ দুর দুড়ান্ত থেকে আসা ক্রীড়ামতি দর্শক মাঠের কানায় কানায় পূর্ণ ছিল।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com