আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৬আগষ্ট বুধবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার জৈন নতুনের সভাপতিত্বে আনন্দ শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা রাম বিহানী কেন্দ্রীয় পূজা মন্দির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মধুপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবীর কুমার পাল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জান লীটন। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি কাউন্সিলর নিপুণ আনোয়ার কাজল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিরাঞ্জন সাহা, অনুষ্ঠানে গীতা অর্চনা করেন পুরোহিত জনার্দন দাস।
এ সময় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেড, থানা উপ-পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান, কেন্দ্রীয় মন্দিরের সাবেক সভাপতি সুশীল কুমার সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুভাস চন্দ্র ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল কুমার স্বর্ণকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক অমিত কুমার গুপ্ত, গৌতম চন্দ্র সাহা, নির্মল চন্দ্র সাহাসহ বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মাবলম্বীদের ভক্তবৃন্দ।
Leave a Reply