আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ ১লা মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বগুড়ার সোনাতলায় সকল শ্রমিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি ও উপদেষ্টা পৌর মেয়রের নেতৃত্বে একটি বিশাল র্যালি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পৌর প্যানেল মেয়র কাউন্সিলর মশিউর রহমান রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জান লীটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি ও উপদেষ্টা পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু,
বীরমুক্তিযোদ্ধা কাউন্সিলর তাজুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অছিয়া আক্তার রুনা, ইশারাত জাহান ইমুসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি ও উপদেষ্টা, শ্রমিকনেতা। এ সময় সকল শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com