প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১২:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৮, ২০২৩, ৪:২০ অপরাহ্ণ
সোনাতলায় সবুজ সাথী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মান কাজের উদ্বোধন
আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় সবুজ সাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। ৭ আগষ্ট সোমবার সকালে এ নির্মান কাজের উদ্বোধন করেন পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্রেসক্লাবের সভাপতি নিপুণ আনোয়ার কাজল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মেহেরুল ইসলাম, সবুজ সাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে রাব্বী, সহকারী শিক্ষক আনিসুর রহমান, মোছাঃ ফারহানা ও নির্মাণ কাজের ঠিকাদার অসীম কুমার জৈন নতুন প্রমূখ।
উক্ত কাজের উদ্বোধক পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্রেসক্লাবের সভাপতি নিপুণ আনোয়ার কাজল বিদ্যালয়ের কোমলমতি শিশুদের জন্য এ ওয়াশ ব্লক নির্মান কাজের উদ্যোগ গ্রহন করায় বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কোন তুলনা নেই। তিনি দেশের কথা বলেন, তিনি মাটি ও মানুষের কথা বলেন। বাংলাদেশে এমন কোন উন্নয়নমূলক কাজ নেই যেখানে জননেত্রী শেখ হাসিনার ছোয়া পরেনি। শিক্ষা জাতির মেরুদণ্ড এ কথাটি যেমন সত্য ঠিক তেমনি সত্য শিক্ষার মান উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার বাস্তবায়নমুখী প্রতিটি কার্যক্রম প্রতিটি পদক্ষেপ। তিনি শিক্ষার আলো প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন এবং প্রতিটি শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় এনেছেন বলেও জানিয়েছেন পৌর কাউন্সিলর ও প্রেসক্লাবের সভাপতি নিপুণ আনোয়ার কাজল।
এসময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলে রাব্বী জানান, উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় সবুজ সাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। এ বিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান করা হয়। অন্যান্য বিদ্যালয়ের তুলনায় এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতির হার তুলনামূলকভাবে বেশি। অত্যন্ত দক্ষ শিক্ষকমন্ডলী দারা এ প্রতিষ্ঠানটি পরিচালিত করা হচ্ছে। সুধু তাই নয় এ বিদ্যালয়ে লেখা পড়ার পাশাপাশি শিশুদের জন্য বিনোদনেরও সু-ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেরুল ইসলাম জানান, এ উপজেলায় ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ ব্লক নির্মান করা হচ্ছে। প্রতিটি ওয়াশ ব্লক নির্মান কাজের ব্যয় ১৬ লক্ষ্য ১৬ হাজার টাকা। এ পর্যন্ত ৩ টি বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মান কাজ চলমান রয়েছে এবং বাকি কাজও পর্যায়ক্রমে করা হবে বলে জানান তিনি।
উক্ত কাজের ঠিকাদার অষিম কুমার জৈন নতুন জানান, এ কাজের জন্য সরকারিভাবে যে নির্মাণ ব্যয় ধরা হয়েছে এর মধ্যেই কাজটি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এছাড়াও সরকারিভাবে এ পর্যন্ত যতগুলো কাজ আমি বা আমার ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে করা হয়েছে তার প্রতিটি কাজই এখনো দৃশ্যমান রয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com
© সোনাতলা সংবাদ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত