আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়া সোনাতলায় তৃতীয় দফা অবরোধের সমর্থনে উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পৌর এলাকার ঘোড়াপীরস্থ মোড়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণ পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ।
এসময় তিনি বলেন বলেন, বিএনপি ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। এই ভোট চোর সরকার দেশে-বিদেশে ঘুরে বেড়াচ্ছে। আবারো ভোট চুরি করতে চায়। কিন্তু আমরা আর ভোট চুরি করতে দেবো না। আমরা একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।
পথসভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান নিপু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি এমদাদুল হক টুকু,
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন তাকবীর, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com