আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ সোনাতলা প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করলেন বগুড়া জেলা পরিষদের সদস্য লাবনি সরকার। ২১ অক্টোবর শনিবার সকাল ১০টায় সোনাতলা প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য লাবনী সরকার। এ সময় তিনি এলাকার উন্নয়ন ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সমাজের বিভিন্ন অসঙ্গতি উল্লেখ করে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাবংবাদিক মোশাররফ হোসেন মজনু, সাবেক আহবায়ক ইকবাল কবির লেমন, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, সাংবাদিক জাহিনুর, মিনাজুল, সুজন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন লিখনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, পাকুল্যা ইউনিয়ন আওয়ামীলিগের সাধারণ সম্পাদকা মানিক সরকার, প্রেসক্লাবের সহসভাপতি শাহিন, সদস্য লতিফুল ইসলাম, রিমন আহমেদ বিকাশ, আবু হেলাল, ইসমাইল হোসেন, ফয়সাল আহমেদ, সোহেল, আবুল আজাদ বাবু, রনি, হারুন, মিনহাজুল বারি মিম, আমিরুল। উক্ত মতবিনিময় সভায় লাবনি সরকার জেলা পরিষদের পক্ষ থেকে সোনাতলা প্রেসক্লাবের উন্নয়নকল্পে ১লক্ষ টাকা প্রদানের ঘোষনা দেন।
Leave a Reply