আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় প্রিন্ট, ইলেকট্রনিক ও গণমাধ্যম কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াত ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলা জামায়াত অফিসে ফাতেমা কল্যাণ ট্রাস্ট মিলনায়তন হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা পূর্ব জামায়াতের ইসলামী মিডিয়া বিভাগের সভাপতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির অধ্যাপক ফজলুল করিম । অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল, জামায়াত নেতা আব্দুর রহিম,
বগুড়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, সাবেক নায়েবে আমির আব্দুর রহিম, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসাইন লিখন, সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম, সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, সাংবাদিক বদিউজ্জামান মুকুল, শাহিনুর ইসলাম, রবিউল ইসলাম সাজু প্রমুখ।
মতবিনিময় কালে বক্তারা বলেন, অতিথিতে গণমাধ্যম কর্মীদের বাঁক রুদ্ধ ছিলো, সাবেক প্রধানমন্ত্রী তাদেরকে স্বাধীন ভাবে লেখতে দেয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হওয়ায় নতুন রূপে বাংলদেশে স্বাধীন ভাবে চলতে পারছে। বক্তারা আরও বলেন, আগামীতে গণমাধ্যম কর্মীদের স্বাধীন ভাবে সমাজের অসংগতি তুলে ধরবে, বস্তু নিষ্ট সংবাদ পরিবেশন করার আহ্বান জানান তারা।
জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য মিনাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আলবার আকন্দ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রাজ্জাক, সোনাতলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ সকল গণমাধ্যম কর্মীরা।
এসময় গত ৫ আগষ্টে দুষ্কৃতকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত সোনাতলা প্রেসক্লাব সংস্কারের জন্য বগুড়া জেলা জামায়াতের সমাজ কল্যাণ সংস্থার তহবিল হতে ১৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।
Leave a Reply