আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় উপজেলার ৪৮শ ৫০জন কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
৪ নভেম্বর শনিবার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে বগুড়ার সোনাতলা উপজেলার বঙ্গবন্ধু হলরুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিতরণ করেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এসময় তিনি বলেন,
আগে কৃষকদের সারের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে ধর্না ধরতে হতো। জনপ্রতিনিধি, মেম্বর, চেয়ারম্যান, ইউএনও, ডিসিদের কাছে বারবার যেতো হতো। এখন আর যাওয়া লাগে না সারই এখন কৃষকদের পিছনে ঘোরে। এইটা সম্ভব হয়েছে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য'।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জামান লীটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ এমপি পুত্র সাখাওয়াত হোসেন সজল, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমবায় সমিতির সদস্য লতিফুল ইসলাম।
সবুজ সাথী উচ্চ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুজার গিফারী সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেড, উপজেলা কৃষক লীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ, পাকুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক সরকার।
এসময় ৪৮৫০ জন কৃষকের মাঝে গম, ভুট্টা, সরিষা, পেয়াজ, মুগডাল, চিনাবাদাম, মসুরের ডাল ও সার বিতরণ করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com