1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :

সোনাতলায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের এপ্রোজ ভেঙে যাচ্ছে

  • সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৮৬

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত সুখদহ নদীর ওপর নির্মিত ব্রিজের দু’পাশের এপ্রোজ ভেঙে যাচ্ছে। এতে করে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে উপজেলার জোড়গাছা ইউনিয়নের ঠাকুরপাড়া সুখদহ নদীর ওপর ২০২০ সালে এলজিইডি ব্রিজ নির্মাণ কাজ শুরু করে।

সম্প্রতি ব্রিজের নির্মাণ কাজ শেষ হয়। ব্রিজটি নির্মাণ করতে সরকারের ব্যয় হয়েছে প্রায় সাড়ে সাত কোটি টাকা। গত কয়েক দিনের অবিরাম বর্ষণে ওই ব্রিজের উত্তর ও দক্ষিণ পাশের এপ্রোজ ভেঙে গেছে। এমনকি এখনই ওই ব্রিজের এপ্রোজ ঠিক করা না হলে সোনাতলার সাথে সাড়িয়াকান্দি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

এতে করে ওই সড়ক দিয়ে যাতায়াতকারী সকল ধরণের পরিবহন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ বিষয়ে স্থানীয় জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, সড়কটি সোনাতলা উপজেলার সাথে সারিয়াকান্দি উপজেলার যোগাযোগ রক্ষাকারী একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক। পাশাপাশি এলজিইডি সুখদহ নদীর ওপর ব্রিজ নির্মাণ করতে না করতেই এপ্রোজ ভেঙে যাওয়ায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, এপ্রোজ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় অল্প সময়ের মধ্যেই সেটি নষ্ট হয়ে যাচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার রায়হান শেখ বলেন, ব্রিজের উত্তর পাশে জায়গা একটু সরু। তাই বৃষ্টি ও ঝড়ের দিনে পানি গড়ে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এমনকি কিছু স্থানে ভেঙে গেছে। বর্ষার পর এপ্রোজ ঠিক করে দেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, রাস্তাটি দেখভালের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারের এখনও প্রায় দেড় বছর সময় রয়েছে। এ সময়ের মধ্যে রাস্তাটি মেরামতের দায়িত্ব ঠিকাদারের। আমরা ঠিকাদারকে এপ্রোজ মেরামতের নির্দেশ দিয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট