স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পাকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও তার স্বামী নজমুল মাহমুদসহ আরও ২ আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর মামলায় তাদের গ্রেফতার করা হয় বলে জানাগেছে।
বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে সোনাতলা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বয়ড়া এলাকা থেকে জান্নাতুল ফেরদৌসী রুম্পা (৪২) তার স্বামী নজমুল মাহমুদ (৪৮), উপজেলার পাকুল্লা ইউনিয়নে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বকুল (৫২) ও পাপুল হোসেন (৩৫) কে গ্রেফতার করে।
সোনাতলা থানার ওসি মিলাদুন নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com