রিমন আহম্মেদ বিকাশ, স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.খাজা নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার দিগদাইর ইউনিয়নের লোহাগাড়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। তিনি দিগদাইর ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
জানা যায়, বীর মুক্তিযোদ্ধা খাজা নাজিম উদ্দিনের নামে লোহাগারা তিনমাথা মোড়কে খাজামোড় হিসেবে নামকরণ করে এলাকাবাসি। সেই খাজার মোড় থেকেই সোনাতলা থানা পুলিশ তাকে ২৫ এপ্রিল(শুক্রবার) বিকেল ৫টায় গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি সোনাতলা থানা অফিসার ইনচার্জ মিলাদুন নবী সোনাতলা সংবাদকে নিশ্চিত করে বলেন, ‘বিকেল ৫টায় খাজা নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
Leave a Reply