আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়া সোনাতলায় উপজেলা বিএনপি উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। ৩০ মে বৃহস্পতিবার বিকালে পৌর এলাকার ঘোড়াপীড় চাতালে পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ,কে,এম,আহ্সানুল তৈয়ব জাকির।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রতন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ইমদাদুল হক টুকু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক প্রমুখ।
এ সময় তেকানী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপি সভাপতি জাকির হোসেন রুবেল, পাকুল্যা ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ হান্নান বাটালু, বিএনপি নেতা প্রভাষক রকিব হোসেন, আব্দুল হাদি, উপজেলা শ্রমিক দল সভাপতি মোনারুল ইসলাম বিটু ,
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক পাভেল আহম্মেদসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com