স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন উপজেলা শাখার উদ্যোগে পরিচিতি, সনদ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৫টায় পৌর অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সার্কের স্বপ্নদ্রষ্টা। মানুষের অধিকার আদায়ে তিনি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন গঠন করেন। তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত হয়। মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জোরালোভাবে ভুমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন। তিনি বলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মানুষের অধিকার ও ন্যায় বিচারের এক জোরালো কণ্ঠস্বর। সংগঠনটি মানুষের কল্যাণে কাজ করে যাবে।’’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, আহসান হাবীব রতন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা, শেরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ কফির উদ্দিন, এবং সোনাতলা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি প্রাণী চিকিৎসক আবু তালেব।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ আহসানুল মুমিনীন, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, আব্দুল হাদী, যুবদলের অন্যতম নেতা জিয়াউল হক সাগর, মাহমুদুর রহমান রনি, স্বেচ্ছাসেবক দলনেতা শফিকুল ইসলাম, যুবদল নেতা হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজাদ্দুর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক জরিফুল ইসলামসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply