1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনাতলার বালুয়া ইউনিয়নের ভিডাব্লিউবি কর্মসূচীর চাল বিতরণ বগুড়া-১ আসনে নতুন তালিকায় খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন

সোনাতলায় সিমেন্টের বিকল্প মাটির তৈরি পাট তৈরীতে ব‌্যস্ত কারিগররা

  • মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৭২

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলা উপজেলার বামুনিয়া গ্ৰামের পাল সম্প্রদায়ের লোকজনদের মাটির তৈরি পাট বিক্রিতে ভাগ্য বদলিয়েছে। যদিও এককালে গ্ৰামের বাড়িতে মাটির পাট দিয়ে কুয়া বা ইন্দারা তৈরি হতো তবে সেটি কালের আবর্তে হাড়িয়ে গেছে। কিন্তু বাসাবাড়িতে টয়লেটের কুয়াতে সিমেন্টের পাটের বদলে বসানো হচ্ছে মাটির তৈরি পাট। সে কারণে মাটির পাটের কদর বেড়েছে বহুগুণে। তবে বামুনিয়া পালপাড়া গ্ৰামে ৩০/৩৫টি পরিবার পৌষ থেকে আষাঢ় মাস এই মৌসুমে মাটির পাট তৈরিতে একেবারেই ব্যস্ত।

তাদের মাটির পাট গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ,ফুলছড়ি,সাঘাটা, বগুড়ার গাবতলী,সারিয়াকান্দি,শিবগঞ্জ হয়ে বিভিন্ন এলাকায় পাইকাররা বেচাকেনা করে।

এদিকে পাইকাররা তাদের চাহিদা অনুযায়ী পাট সংগ্রহে পালদের সাথে আগেভাগেই বন্দোবস্ত করা নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে। পাইকারদের বেচাকেনার অভিনব কৌশল হিসেবে রঙিন ক্যালেন্ডার ছাপিয়ে হোটেল, চা-দোকান সহ জনবহুল এলাকায় চালাচ্ছেন প্রচার প্রচারণা।

মৃগশিল্পী(পাল)রা জানান, প্রতিদিন একজন কারিগর ২০/৩০টি পাট তৈরি করতে পারে। পালপাড়ায় প্রতিদিন ৪০০/৫০০পাট তৈরি হয়। এদিকে পরিবারের মেয়েরা বসে না থেকে তারাও মাটি দিয়ে দই এর গ্লাস ও পুতুল বানিয়ে বিক্রি করে।

পাল পাড়ার বৈদ্যনাথ পাল জানান, আমাদের পুর্ব পুরুষেরা সে সময়ে মাটি দিয়ে রান্নার পাতিল সহ সংসারের ব্যবহারিক নানা ধরনের পণ্য তৈরি করে স্থানীয় হাট বাজারে বিক্রি করতো। এখন সেগুলো আর চলে না। তাই আমরা মাটির পাট বানাচ্ছি। তবে চাহিদা রয়েছে ব্যপক। সে অনুযায়ী মাল সরবরাহ করতেই পারছিনা। বর্তমানে মাটির দেখা দিয়েছে চরম সংকট। দশ পনেরো কিলোমিটার দুর থেকে আনতে হয় মাটি।

বিভিন্ন এলাকার বেপারী এসে আগেই মালামাল ক্রয়ের জন্য টাকা দিয়ে থাকে। তবে পাটগুলো গন্ডা (৪টা) হিসেবে বিক্রি হয় দেড়শ থেকে দু’শ টাকা। কিন্তু বর্ষা মৌসুমে আরো বাড়তি দামে বেচাকেনা হয়। তবে পাইকাররা পাটগুলো গ্ৰামে নিয়ে গন্ডা হিসেবে ৩০০/৪০০ টাকায় বিক্রি করে। তিনি আরো বলেন আবহাওয়া ভালো থাকলে এমৌসুমে পুরা গ্ৰামমিলে ৫০/৬০লাখ টাকার পাট বিক্রির সম্ভাবনা রয়েছে।

একই গ্ৰামের গগন চন্দ্র পাল জানান, আগে পা দিয়ে মাটি রিফাইন করা লাগতো বর্তমানে মাটি মেশিনে রিফাইন করে ডাইসে পাট বানিয়ে রৌদ্রে শুকাতে হয়। শুকানো ১০০টি পাট পুনে সাজিয়ে আগুনে পুরতে হয়। সপ্তাহে আড়াই থেকে তিন হাজার পাট বিক্রি হয়। সরকারি ভাবে সহযোগিতা পেলে এ শিল্পের আরো প্রসার ঘটবে বলে জানান তিনি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট