সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা উপজেলার তেকানি চুকাইনগর ইউনিয়নের ভিখনেরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন পানিসেচের শ্যালো মেশিন ভাঙচুরকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের তিনজন আহত হয়ে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে। তারা হলেন, ওসমান গনি (৬৫), পারুল বেগম (৫২) ও বাপ্পি বেপারী (২২) । এ ঘটনায় ওসমান গনির ছেলে আজিজুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষের আব্দুল জলিল ও তার তিন ছেলের নামে থানায় অভিযোগ দায়ের করেছে।
সরজমিনে ও থানায় অভিযোগ সুত্রে জানাগেছে,১৬ আগস্ট দিবাগত রাত্রি সাড়ে আটটায় ওসমান গণিত জমিতে থাকা পানি সেচের শ্যালো মেশিন প্রতিপক্ষরা শত্রুতামূলকভাবে ভাঙচুর করে এবং বোর্ডিং নষ্ট করে । এরই জের ধরে ১৭ আগস্ট বুধবার সকালে যমুনা নদীর চরে উভয়ের পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে ওই ৩জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে প্রতিপক্ষের আব্দুল জলিল জানান, ওসমান গনিদের শ্যালো মেশিন আমাদের লোকজন ভাঙেনি। তারা সন্দেহ জনক ভাবে আমাদের উপর দোষ চাপাচ্ছে। এটি শত্রুতা ছাড়া আর কিছুই না। ওসমান গনি সহ তার ছেলেরা আমার ছেলে বাপ্পীকে একা পেয়ে বেদম মারপিট করেছে।
এ ব্যাপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, এ ঘটনায় উভয় পক্ষেরই অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com