স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন আব্দুর রহমান আশিকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে খেলনা পিস্তলসহ স্বাধীন (২২) নামে কিশোর গ্যাং লিডারকে আটক করে সোনাতলা থানায় হস্তান্তর করেন।
২৩ ডিসেম্বর সোমবার রাতে উপজেলার দিগদাইড় গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে। এ সময় তার কাছে ০২ টি খেলনা পিস্তল, ০১ কি ল্যাপটপ, ১২ টি মোবাইল ফোন, ০৩ টি রাউডার, ০৩ টি মাইক্রোফোন, ০২ টি নকল প্রেস আইডি কার্ড, ৫৫০ টি নকল আইডি কার্ড তৈরির পেপার উদ্ধার করেন। স্বাধীন দিগদাইড় গ্রামের রেজাউল করিমের ছেলে।
জানা যায়, অনলাইন ভিক্তিক বিভিন্ন জুয়া খেলা, বিভিন্ন ধরনের ভূয়া আইডি কার্ড তৈরিসহ এলাকায় অল্প বয়সি ছেলেদের নিয়ে কিশোর গাং এর নেতৃত্ব দিয়ে আসছে। এছাড়াও এলাকায় বিভিন্ন লোকদের খেলনা পিস্তল দেখিয়ে অর্থ আত্মসাৎ ও মারামারি করে থাকে বলে অভিযোগ পাওয়া গেছে। অনলাইনে জুয়া খেলার মাধ্যমে অল্প দিনেই কোটিপতি ও বিলাস বহুল বাড়ির মালিক হয়েছে সে।
এ বিষয়ে সোনাতলা থানা অফিসার ইনচার্জ মিলাদুন নবী জানান, সেনাবাহিনী টিম তাকে আটক করে থানায় দেন। স্বাধীনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com