আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় ৯ম শ্রেণীর ছাত্র ছাব্বির হাসান হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। ২৫ আগষ্ট রবিবার সুখান পুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা সাব্বির হাসানের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থীরা তারা সাব্বির হত্যার প্রতিবাদে হামলাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। তাঁরা আরও বলেন, মৃত্যুর ২০ দিন পার হলেও এখনো পর্যন্ত চিহ্নিত হামলা কারীদের আইনের আওতায় আনা হোলনা। হত্যার সাথে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ৫ আগস্ট বিকেলে এলাকায় আনন্দমিছিল বের করা হয়। সেই আনন্দ মিছিলে উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুরে ছাত্র-জনতার আনন্দ মিছিলে হামলা হয়। এতে গুরুতর জখম হয় শিক্ষার্থী সাব্বির। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় ১৬ আগস্ট বৃহস্পতিবার রাতে নিহত সাব্বিরের বাবা শাহীন আলম প্রামাণিক বাদী হয়ে সাবেক এমপি সাহাদারা মান্নান, উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লীটন , সারিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সজলসহ ২০ জনের নামে সোনাতলা থানায় মামলা দায়ের করেন।
নিহত সাব্বির হাসান গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা গ্রামের শাহীন আলমের ছেলে। সাব্বির সোনাতলা সৈয়দ আহমেদ কলেজ ষ্টেশন বটতলা সুখানপুকুর বালক উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার নবম শ্রেণির ছাত্র ছিল।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com