আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে স্কুল ছাত্র ছাব্বির হত্যা মামলার ৯ নং আসামি দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সোহেল কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন সোনাতলা থানা পুলিশ।
১৭ অক্টোবর বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি চায়ের দোকান থেকে সোহেল কে গ্রেপ্তার করে সোনাতলা থানা পুলিশ।
জানা যায়, ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ায় সারাদেশের ন্যায় উপজেলার সৈয়দ আহমেদ কলেজ ষ্টেশনে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। বিজয় মিছিলে দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন স্কুল ছাত্র ছাব্বির। ছাব্বির সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ভোকেশনাল শাখার ছাত্র। সে গাবতলী উপজেলা তেলীহাটা গ্রামের শাহীন আলীর ছেলে।
এ ঘটনায় নিহতের বাবা শাহীন আলী বাদী হয়ে ১৬ আগষ্ট রাতে বগুড়া-১ আসনের সাবেক এমপি সাহাদারা মান্নান, সারিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সজল, সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জান লীটনসহ ২০ জন দলীয় নেতাকর্মীদের নামে মামলা দায়ের করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওই মামলার পুনরায় ময়নাতদন্তের জন্য গত ১৬ অক্টোবর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু সাহামা ও মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাতলা থানার এসআই আক্কাস আলী উপস্থিতে কবর থেকে মরদেহ উত্তোলন করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়নাতদন্ত শেষে লাশ পুনরায় কোবরস্থ করে।
১৭ অক্টোবর বৃহস্পতিবার রাতে ওই মামলার ৯নং আসামি আওয়ামী লীগ নেতা সোহেল কে স্থানীয় একটি চায়ের দোকান থেকে গ্রেপ্তার করেন সোনাতলা থানা পুলিশ। ১৮ অক্টোবর শুক্রবার বেলা ১২ টায় তাকে আদালতে প্রেরণ করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com