স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা বাজারে নুরী জুয়েলার্স নামের এক সোনার দোকানে চুরি সংঘটিত হয়েছে । নুরী জুয়েলার্সের মালিক নুরুল ইসলাম প্রতিদিনের ন্যায় গত ২৪শে আগষ্ট বৃহস্পতিবার রাতে দোকান গুছিয়ে রেখে তালা লাগিয়ে বাড়িতে যান । সকালে দোকান খোলার জন্য এসে দেখতে পান তালা কেটে দুর্বৃত্তরা দোকানের স্বর্নালংকার ও রুপার তৈরি জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে । যদিও স্থানীয়রা জানায়, সম্প্রতি পাকুল্লা বাজারে নেশাখোরদের আড্ডা ব্যাপক বৃদ্ধি পেয়েছে । তাদের ধারনা এসব নেশাখোরেরাই এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে । এ বিষয়ে নুরুল ইসলাম বলেন, অনেক দিন আগে একবার চুরি হয়েছিল কিন্তু সে সময়ে খুব বেশি ক্ষতি হয় নি । তবে এবার চোরেরা আমার দোকানে ভাংরী সোনা প্রায় ভরি খানেক,রুপা ২০ ভরি ও ক্যাশমামোও নিয়ে গেছে । তিনি আরো বলেন, এতে করে তার ১লক্ষ ২০হাজার টাকার ক্ষতি হয়েছে ।
এবিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com