1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :

সোনাতলায় স্বামীর উপর অভিমান করে কীটনাশক খেয়ে গৃহবধূর আত্মহত্যা

  • বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৭৪০

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলায় স্বামীর উপর অভিমান করে মমতা বেগম(৩৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ২৬জুন (বৃহস্পতিবার) সকালে সোনাতলা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের মহব্বতের পাড়া গ্রামে।

নিহত মমতা বেগম মহব্বতের পাড়া গ্রামের মো. আব্দুল মজিদ এর স্ত্রী। দাম্পত্য জীবনে তাদের তিন ছেলে সন্তান রয়েছে।

পরিবার ও প্রতিবেশীরা জানান, মৃত্যুর কয়েকদিন আগে থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি চলছিল। স্ত্রী মমতা বেগম ভাত রান্না করলেও স্বামী মজিদ সেই ভাত খায়না।

স্বামীর সাথে তিনিও না খেয়ে থাকতেন। এরই একপর্যায়ে গত ২৫জুন দিবাগত রাতে কীটনাশক জাতীয় কিছু পান করে অসুস্থ হয়ে পড়ে। প্রতিবেশীরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে চরপাড়া বাজারে গিয়ে তার মৃত্যু হয়।

সংবাদ পেয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিলাদুন নবী এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। এরপর উপপুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

এব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিলাদুন নবী সোনাতলা সংবাদকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুর সঠিক কারণ যাচাইয়ের জন্য নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়েরের বিষয়টি চলমান রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট