আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামে স্বামীর ছুড়িকাঘাতে তাসলিমা আক্তার রুমা (২০) নামের এক গৃহবধু খুন হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত্রের জন্য মর্গে প্রেরণ করেছে। এঘটনায় পুলিশ শ্বশুর শ্বাশুরীসহ ৬জনকে আটক করেছে।
স্থানীয়রা জানিয়েছে, উপজেলার বালুয়া ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামের জিন্ন ব্যাপারীর ছেলে জহির হোসেন (২৬) এর সাথে পাশ্ববর্তী গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের চামুরপাড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে তাসলিমা আক্তার রুমার প্রায় দেড় বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে একজন ১০ মাস বয়সী ছেলে সন্তান রয়েছে। গতকাল রবিবার রাত ১টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথার কাটাকাটি শুরু হয়। এরপর স্বামী জহির হোসেন স্ত্রী তাসলিমা বেগমকে ছুড়িকাঘাত করে বাড়ি থেকে পালিয়ে যায়। পরিবারের লোকজন মুমূর্ষ অবস্থায় ওই গৃহবধুকে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সংবাদ পেয়ে থানা পুলিশ আজ সোমবার ভোর ৪টার দিকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এসময় থানা পুলিশ শ্বশুর শ্বাশুরীসহ ৬জনকে আটক করেছে। তারা হলেন, শ্বশুর জিন্না ব্যাপারী (৫৫), শ্বাশুরী জাহিদা বেগম (৫২), জাকের হোসেন জিপু (২৭), জেসমিন বেগম (৪৮), রাজিব মিয়া (৫২) ও এনামুল হক ব্যাপারী (৫৮)।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com