আব্দুর রাজ্জাক সোনাতলাঃ “স্মার্ট ভূমি সেবায়, ভূমি মন্ত্রণালয় ” শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোনাতলায় ভূমি সেবা সপ্তাহের ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন।
২২ মে সোমবার সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিস চত্তরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্মার্ট ভূমিসেবা সপ্তাহ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ কুরশিয়া আকতার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন।
উপজেলা ভূমি অফিসের তহসিলদার সুলতানের সঞ্চলনায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, স্মার্ট ভূমি সেবার প্রথম সেবা গ্রহীতা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানান শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তরা বলেন, এখন সেবা পেতে কোথাও যেতে হয়না। ঘরে বসে ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট মেন্যুতে গেলেই সব তথ্য জানা যাবে। এবং ই-নামজারী ও কর প্রদান করা সম্ভব। ২২ মে থেকে ২৮ মে ২০২৩ তারিখ পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ কার্যক্রম চলবে।
Leave a Reply