স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত হত্যা, চেক জালিয়াতি, মারপিট ও নারী কেলেঙ্কারি সন্দেহভাজন মামলার ৫ আাসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃতদের পুলিশী পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ জানিয়েছে,গত রবিবার(১০ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে এসআই শিমুলের নেতৃত্বে একদল পুলিশ হত্যা মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী শিচারপাড়া গ্রামের আমজাদ হোসেন সরকারের ছেলে মোঃ হাজ্জাতুল ইসলাম শাওন(২৮) ও পৌর এলাকার কামারপাড়া গ্রামের মৃত হবিবর মন্ডলের ছেলে চেক জালিয়াতি মামলার আসামী কাজল মন্ডল(৩৫)কে গ্রেফতার করে।
অপর এক অভিযানে পৌর এলাকার বিষুরপাড়া গ্রামের ফজলু মিয়ার স্ত্রী নুরনাহার বেগম(৩৫) এবং নারী সংঘটিত কারণে জনগন কতৃক আটক জোড়গাছা (নয়াপাড়া) গ্রামের আলম প্রামাণিকের ছেলে বুলবুল (২৪) ও দক্ষিণ আটকরিয়া গ্রামের এনামুল শেখের ছেলে জিয়াদ ইসলাম (১৯)কে গ্রেফতার করে।
অফিসার ইনচার্জ মিলাদুন নবী সোনাতলা সংবাদকে বলেন, আটককৃত সকল আসামীকে ১১ আগস্ট সোমবার আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply