
আব্দুর রাজ্জাক সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ ২৫ বৈশাখ সরকারি নির্দেশনা অনুযায়ী হরিখালী উচ্চ বিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। বিদ্যালয় ছুটির আগে শিক্ষক-শিক্ষার্থীদেরকে নিয়ে বিশ্বকবির সৃষ্টি-কর্মের উপর বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও হরিখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদ।
এসময় সহকারী শিক্ষক (বাংলা) সুলতানা নাসরীন ‘বীরপুরুষ’ কবিতা, সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) নাছরিন সুলতানা ‘সোনার তরী’ ও শিক্ষক (বাংলা) মাহফুজুর রহমান ‘সবুজের অভিযান’ কবিতা আবৃতি করেন। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠ্যপুস্তকভিত্তিক কবিতা আবৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয়। সবশেষে মীনা খাতুন (৯ম বিজ্ঞান) ‘ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে’ গানটি পরিবেশন করেন। এবং মীনা খাতুনকে ১ম স্থানে নির্বাচিত করে অন্যান্য অংশগ্রহনকারী শিক্ষার্থীদেরকেও পুরস্কারের ঘোষনা দেয়া হয়।
Related
Leave a Reply