সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলায় ১২৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে মোট ৭৯টি পদ শূন্য রয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলায় ১২৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
এ সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ৪৪ ও সহকারী শিক্ষক পদে ৩৫টি সহ মোট ৭৯টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন যাবত এ সকল বিদ্যালয়ে শিক্ষকের পদ শূন্য থাকায় প্রশাসনিক সহ শ্রেণি কার্যক্রমে চরম ভাবে বিঘ্নত হচ্ছে।
উপজেলার হরিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, দিঘলকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বালুয়াহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, হলিদাবগা সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাকুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়, করমজা সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিহিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মহিচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীর তুলনায় শিক্ষকের স্বল্পতা রয়েছে। এ সকল বিদ্যালয়ের প্রত্যেকটিতে ৫ শতাধিকের অধিক শিক্ষার্থী রয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার চলতি দায়িত্বে মো. এনায়েতুর রশিদ উপজেলার ১২৩টি প্রাথমিক বিদ্যালয়ে ৭৯টি শিক্ষকের পদ শূন্যর কথা স্বীকার করে বলেন, শিক্ষক নিয়োগ হওয়ার আগে এ সকল পদ পূরণ হওয়া সম্ভাবনা কম।
Leave a Reply