আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ ফিলিস্তিনি নারী-শিশুসহ বেসামরিক নাগরিকদের উপর ইসরাইলের নৃশংস হামলার ঘটনায় সারাবিশ্বের বিবেকবান মানুষেরা প্রতিবাদ জানালেও থেমে নেই তাদের নৃশংসতা।
তাদের বর্বরতায় অকাতরে প্রাণ দিচ্ছে ফিলিস্তিনের হাজার হাজার মানুষ। বিশ্বসংস্থার নিষেধাজ্ঞাতেও থামছেনা সে বর্বরতা। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের অনেক মানুষ হয়ে পড়েছে বাস্তুচ্যুত, অপুষ্টিতে ভুগছে অসংখ্য মানুষ।
ফিলিস্তিনের প্রতি ইসরাইলের এ র্বরোচিত কর্মকান্ডে প্রতিবাদে ও ফিরিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছে।
রোববার দুপুর ১টায় বগুড়ার সোনাতলা সরকারি নাজির আখতার কলেজের পারুলতলায় সোনাতলার সৃজনশীল ও উদ্যমী যুবক মোঃ মুজতাহিদ ইসলামের উদ্যোগে ফিলিস্তিন পতাকা সংবলিত ফিলিস্তিনের প্রতি সংহতি জানানো ১৫০ টি ফিলিস্তিনি পতাকা সংবলিত ক্যানভাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ব্যতিক্রমী ক্যানভাসটির মোড়ক উন্মোচন করেন সোনাতলা সরকারি নাজির আখতার কলেজের অধ্যক্ষ আবু তালহা মোহা: মনিরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রয়াস সম্পাদক ইকবাল কবির কেমন, ফ্রি ভোলেন্টিয়ার্স অব বাংলাদেশ এর চেয়ারম্যান শিমন আহম্মেদ বাদল, সাংবাদিক আব্দুর রাজ্জাক, নূরে আলম সিদ্দিকী সবুজ, শিক্ষার্থী আবু রায়হান, এস এমন সাদ, বাইজিদ, মেহেদী হাসান রনি প্রমূখ।
Leave a Reply