স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের রেইডিং পাটির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি শাহরিক আহম্মদ জয় (২৮) কে গ্রেফতার করেছে। সে গরফতেপুড় গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর সামসুল আলম এর নেতৃত্বে এএসআই আব্দুল ওয়াহাব পারভেজ, এএসআই নাছির উদ্দিনসহ রেইডিং পাটির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাতলা পৌর এলাকার গরফতেপুড় পল্লী থেকে মাদক ব্যবসায়ী শাহরিয়ার জয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারির প্যান্টের পকেট হতে ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
গ্রেফতারকৃত মাদক কারবারি জয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ৩৬ (১) সারণির ক্রমিক ১০ (ক) ধারায় মামলা দায়ের করেন বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর সামসুল আলম। ২৬ ফেব্রুয়ারি বুধবার সকালে সোনাতলা থানা পুলিশ মাদক কারবারি জয় কে জেল হাজতে প্রেরণ করেন।
Leave a Reply