স্টাফ রিপোর্টারঃ বিজ্ঞান ও প্রযুুক্তি শিক্ষার প্রসার ঘটিয়ে তারুণ্য নির্ভর বুদ্ধি দীপ্ত জাতি গঠনের লক্ষ্যে বগুড়ার সোনাতলা উপজেলায় ২ দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা উৎযাপন উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে পৌরসভা মিলনায়তনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমী সুপার ভাইজার সেতারা জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মঈনুল হকসহ বিভিন্ন দপ্তরে রং কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তারুণ্য নির্ভর জাতি গঠনে সরকার বদ্ধপরিকর। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক অবকাঠামো সুবিধা, সর্বাধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি ল্যাবের সংযোজন, গবেষণা কার্যক্রম জোরদার করা হয়েছে। এসব সুবিধা গ্রহন করে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মাধ্যমে তারুণ্য নির্ভর বুদ্ধি দীপ্ত জাতিতে পরিণত বাংলাদেশ।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করছে। আগামীকাল মেলা সমাপ্ত হবে।
Leave a Reply