আব্দুর রাজ্জাক সোনাতলাঃ আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন উপলক্ষে বগুড়ার সোনাতলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩জুন শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার ফিতা কেটে উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জান লীটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া -১আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও এমপি পুত্র সাখাওয়াত হোসেন সজল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, পরিসংখ্যান অফিসার সাফিউল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ময়নুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি আবু লায়েস হোসেন নাহিদসহ বিভিন্ন এলাকা থেকে আসা কৃষক ও শিক্ষার্থীবৃন্দ।
৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলায় মেইজ শেলির, রাইস ট্রেন্স প্লান্টার, পিটিও সিডার, পারি বারিক পুষ্টি বাগান, ভার্মি কম্পোস্ট, কৃষিতে আইএফএম প্রযুক্তি, বস্তায় আদা চাষ, ছাদবাগান, সুইমিং পুল, নগর কৃষি প্রযুক্তি, পলিনেট হাউজে চাষাবাদ প্রযুক্তি, মালচিং ফিল্ম পদ্ধতিতে মরিচ ও বেগুন চাষাবাদ, আধুনিক পদ্ধতিতে মূখীকচু চাষা বাদ, মালরু এর গুনগুন, নার্সারি, ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট, সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড, রেইন এগ্রোটেক লিমিটেড, ২৫টি স্টল পরিদর্শন হিসেবে ছিল।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com