সোনাতলা সংবাদ ডেক্সঃ বগুড়ার সোনাতলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
২৫ জানুয়ারী বিকালে উপজেলার মধুপুর ইউনিয়নে দড়ি হাসরাজ গ্রামের মেইনরোড থেকে অভিযান চালিয়ে ৩৯ কেজি গাঁজাসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম বগুড়া।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৫টার দিকে বগুড়ার সোনাতলা উপজেলার দড়িহাঁসরাজ মধ্যপাড়া জামে মসজিদ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বগুড়াগামী একটি পিকআপ ট্রাকে নির্মাণ কাজে ব্যবহৃত শুকনা বাঁশ ও কাঠ নিয়ে নিয়ে আসলে সেটি আটক করে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পিকআপের বডির নিচে চেসিস এর উপর বিশেষ কায়দায় রাখা ছোট-বড় ২০ টি পলি প্যাকেটে ৩৯ কেজি গাঁজা পাওয়া যায়। মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত পিকআপ ট্রাক একটি মোবাইলসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার চাকের কুটি গ্রামের মো. নুর ইসলামের ছেলে (ড্রাইভার) মো. নুর নবী মিয়া (৩০) ও রংপুরের মাহিগঞ্জ উপজেলার বীরভদ্র বালাটারী কাউয়াপট্টি এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. ফয়সাল ইসলাম(২২)।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোনাতলা থানায় সোপর্দ করা হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com