আব্দুর রাজ্জাক, ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার এসএসসি, দাখিল ও ভোকেশনালের ৭টি কেন্দ্রের ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪,২৩৩ জন পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মিনহাদুজ্জান লীটনের ব্যাক্তিগত উদ্যোগে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এসময় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল মান্নান মিলনায়তনে বিকাল ৪টায় উপজেলার সমস্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এ শিক্ষা উপকরণ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, সোনাতলা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আহসান হাবীব, সোনাতলা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ মোনারুল ইসলামসহ অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অনেকে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com