সোনাতলা প্রতিনিধিঃ শনিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সোনাতলা উপজেলার ৪৯টি মন্দিরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসব। দূর্গা পূজার দ্বিতীয় দিন গত রবিবার উপজেলার বিভিন্ন মন্ডবে গিয়ে লক্ষ্য করা গেছে দুর্গা পূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যপক উৎসাহ উদ্দিপনা। উপজেলার বিভিন্ন মন্ডবের আশে-পাশে প্রতি বছরের ন্যায় এবারও বসানো হয়েছে মেলা। সনাতন ধর্মাম্বলীর পাশাপাশি সকল বর্ণের মানুষ দর্শনার্থী হিসেবে ছুটে আসছেন মন্ডবে মন্ডবে পূজা ও মেলা দেখতে। প্রতি বছরের ন্যায় এবারও শারদীয় দূর্গোৎসব এক প্রকার সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। গত রবিবার সন্ধ্যায় সোনাতলা রাম নারায়ণ বিহানী সাবর্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন । তিনি পূজা মন্ডব পরিদর্শন করে সকলের উদ্দেশ্যে বলেন কেউ যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আর কেউ যদি ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । এসময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিতাই লাল সাহা, সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিকাশ চন্দ্র স্বর্নকার,বিজয় স্বর্নকার সহ কমিটির সদস্যরা। অপরদিকে একই দিন সকাল ৯টায় উপজেলার পাকুল্লা ইউনিয়নের ঘোষপাড়া,উত্তর পাড়া সাবর্বজনীন দুর্গা মন্দিরে রাজ লক্ষী হোমিও হলের সৌজন্যে সত্তাধীকারী বিপুল সাহা গেঞ্জি ও নগদ অর্থ তুলে দেন মন্দির কমিটির লোকজনের মাঝে । এ সময়ে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি এর বগুড়া জেলা সভাপতি বিকাশ চন্দ্র স্বর্নকার, শুভজিৎ সাহা, শিক্ষিকা অঞ্জলী রানী সাহা প্রমুখ ।
Leave a Reply