আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় পাঁচটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ১৮ মে শনিবার দিনব্যাপী এ উন্নয়ন কাজের ভিত্তি ফলক উন্মোচন ও কাজের সূচনা করেন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
এলজিডি'র বাস্তবায়নে ৫ কোটি ২৩ লাখ টাকা ব্যায়ে সড়কগুলো হলো: বালুয়া থেকে সারিয়াকান্দি উপজেলা ভায়া হাট করমজা, দিগদাইড় ইউপি টু চরপাড়া ভায়া কলেজ স্টেশন, কাতলাহার জিপিএস টু ফাজিলপুর ভায়া নুরেরপটল, বালুয়া টু মহিষাবাড়ি (ধর্মকুল) সড়ক, উত্তর করমজা হ্যাচারির মোড় হইতে গণি মোল্লার বাড়ি।
এসময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জামান লীটন, ভাইস চেয়ারম্যান ফিদা হাসান খান টিটো, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াসিয়া বেগম রুণা, উপজেলা প্রকৌশলী মাহবুব হক,
উপ-সহকারী এলজিডির প্রকৌশলী নুরুল হক, দিগদাইড় ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক টুল্লু, বালুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ, বগুড়া জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার রহমান শান্ত প্রমূখ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com