স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় অনুষ্ঠিত হয়ে গেলে শত বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ ঘোড় দৌড় মেলা। ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলে এ মেলা। মেলায় বাঙালি সংস্কৃতির গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা, পাতা খেলা ও ঘোড়া দৌড় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলার দিগদাইড় ইউনিয়নের কলসদহ গ্রাম বাসীর উদ্যোগে ঐতিহাসিক ঘোড় দৌড় মাঠে প্রাচীন ঐতিহ্যবাহী উৎসবটি দেখতে লাখো মানুষের ঢল নামে।
বগুড়ার সোনাতলায় কলসদহ গ্রামবাসীর আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার বিকাল ৪টায় গ্রামবাংলার ঐতিহাসিক ঘোড় দৌড় প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে উপজেলা যুবদলের আহবায়ক আলহাজ্ব রাশেদুর রহমান হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে নগদ অর্থ তুলে দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন।
এসময় আরও উপস্থিত ছিলেন দিগদাইড় ইউপির চেয়ারম্যান মো. শহিদুল হক টুল্লু, মেলা কমিটির সহ-সভাপতি মো: সিরাজুল ইসলাম,যুবদল নেতা রুহুল আমিন,শামীম হোসেন খাঁন, সাবেক দিগদাইড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম পান্না,দিগদাইড় ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আতাউর রহমান খাজা,অবসরপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকতা ডা: আব্দুর রহমান, জহুরুল ইসলাম,সাধন চন্দ্র প্রমূখ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com