সোনাতলা (বগুড়া) সংবাদদাতাঃ বগুড়ার সোনাতলা সদর ইউনিয়নের আড়িয়াঘাট ব্রিজ সংলগ্ন বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আব্দুর রহিমের ছেলে রুহুল আমিনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় সহকারী কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার এ অর্থদণ্ড দেন। অনাদায়ে তিন মাসের জেল শুনানো হয়। বালু ব্যবসায়ী রুহুল আমিন জরিমানার টাকা পরিশোধ ও ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবেনা মর্মে অঙ্গীকার করলে তাকে ছেড়ে দেয়া হয়।
সোনাতলার সহকারী কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার অনলাইন পত্রিকা ”সোনাতলা সংবাদ” কে বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply